ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে: বিএনপি মহাসচিব
আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার। বিএনপি ক্ষমতায় আসলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ নবেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘পদ্মা বাঁচাও’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালে গঙ্গার (পদ্মা) পানি বন্টন চুক্তি শেষ হওয়ার পর ভারতের পদক্ষেপ কী হবে তা অনিশ্চিত। সে সময় যে সরকার ক্ষমতায় আসবে, তারা শক্তিশালী না হলে পদ্মাপাড়ের মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে।

Comments are closed.