এয়ারবাসের বিমানে জরুরি মেরামতের নির্দেশ, বিশ্বজুড়ে ফ্লাইট বিপর্যয়

এয়ারবাসের জনপ্রিয় এ৩২০ সিরিজের ৬ হাজার উড়োজাহাজে ত্রুটি শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে মেরামতের নির্দেশ দিয়েছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। বিশ্বের মোট বহরের অর্ধেকের বেশি বিমান এই নির্দেশনার আওতায় পড়ছে। এতে করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্লাইট চলাচলে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমে এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আকাশপথে বড় ধরনের বিশৃঙ্খলা ও বিপর্যয় তৈরি করেছে। রয়টার্সের হাতে পাওয়া এয়ারবাসের একটি বুলেটিনে বলা হয়েছে, সমস্যার সমাধানে উড়োজাহাজগুলোকে পুরোনো সফটওয়্যার সংস্করণে ফিরিয়ে নিতে হবে এবং এই আপডেট সম্পন্ন না হওয়া পর্যন্ত বিমানগুলো আর আকাশে উড্ডয়ন করতে পারবে না।

এতে বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইন জানিয়েছে, তাদের ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটবে।

 

তুরস্কের জাতীয় বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্স জানায়, তারা এয়ারবাসের সফটওয়্যার নির্দেশনা অনুযায়ী তাদের আটটি এ৩২০ সিরিজের বিমানে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। প্রতিষ্ঠানের যোগাযোগবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া উস্তুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, নির্ধারিত সব ধাপ সম্পন্ন হলে বিমানগুলো আবার নিরাপদে পরিচালনায় ফিরবে। তিনি আরও জানান, সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং তারা ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি ও এয়ারবাসের নির্দেশনা অনুসরণ করছে।

এদিকে এ৩২০ সিরিজের সবচেয়ে বড় অপারেটর আমেরিকান এয়ারলাইন্স জানায়, নির্দেশনা অনুযায়ী তাদের বহরের বেশিরভাগ বিমান প্রভাবিত হয়েছে। তবে তারা আশা করছে, প্রতিটি বিমানের সমস্যা সমাধান করতে দুই ঘণ্টার মতো সময় লাগবে।

ইউরোপ ও এশিয়ার অনেক এয়ারলাইনও আগেভাগেই সতর্ক করে বলেছে, বিদ্যমান পরিস্থিতিতে কয়েকদিন পর্যন্ত ফ্লাইট বিলম্ব বা বাতিল হতে পারে। অনেকে এই পরিস্থিতিকে ‘গুরুতর’ বলে উল্লেখ করেছে, কারণ এতে তাৎক্ষণিকভাবে বিপুলসংখ্যক বিমান গ্রাউন্ডেড হয়ে গেছে।

এয়ার ফ্রান্স–কেএলএম ইতোমধ্যেই ডজনখানেক ফ্লাইট বাতিল করেছে। লাতিন আমেরিকা, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান এয়ারলাইনগুলোও সফটওয়্যার আপডেট শুরু করার পর থেকেই ফ্লাইট পরিচালনায় বিঘ্নের কথা জানিয়েছে।

 

কিছু এয়ারলাইন অস্থায়ীভাবে টিকিট বিক্রি বন্ধ রেখেছে বা সময়সূচি পরিবর্তন করেছে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার কিছু দেশে সপ্তাহজুড়ে ফ্লাইট বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে, কারণ এ৩২০নিও মডেলের বিমানে বাধ্যতামূলক আপডেট সম্পন্ন করতে হবে এবং তারপরই সেগুলো পুনরায় উড্ডয়ন করতে পারবে।

অনেক সংস্থা জানিয়েছে, এই আপডেটে সফটওয়্যার ছাড়াও কিছু হার্ডওয়্যার পরীক্ষা ও সমন্বয়ের প্রয়োজন পড়বে, ফলে রক্ষণাবেক্ষণের সময় বাড়বে। বেশ কিছু এয়ারলাইন জানায়, তারা ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া শুরু করেছে এবং দ্রুতই স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে বলে আশা করছে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স ও ব্রাজিলের আজুল জানিয়েছে, তাদের বহর এই সমস্যার আওতায় নেই।

বিশ্বের বাণিজ্যিক বিমান পরিবহনে এয়ারবাসের এ৩২০ সিরিজের বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। আর এ কারণেই এই বিপর্যয়ের প্রভাব বিশ্বজুড়ে এত বিস্তৃত হয়েছে। এয়ারলাইনগুলো জানিয়েছে, তারা এয়ারবাস ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করে যত দ্রুত সম্ভব আপডেট শেষ করতে কাজ করছে। তবে আকস্মিকভাবে জারি করা নির্দেশনার কারণে কয়েকদিন পর্যন্ত ফ্লাইট সেবা ব্যাহত হতে পারে।

You might also like

Comments are closed.