সীমান্তে মাইন বিস্ফোরণের জেরে শান্তি চুক্তি স্থগিত করলো থাইল্যান্ড

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংক্রান্ত উত্তেজনা নতুন রূপ নিয়েছে। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং মাইন বিস্ফোরণে দুই সেনা আহত হওয়ার ঘটনার পর থাইল্যান্ড গুরুত্বপূর্ণ শান্তি চুক্তির বাস্তবায়ন স্থগিত করেছে।

গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪৩ জন নিহত হন এবং প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়।

এরপর অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়ায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সাম্প্রতিক একটি ঘটনার কারণে চুক্তির বাস্তবায়ন থামানো হয়েছে।

রয়্যাল থাই আর্মির এক বিবৃতিতে জানানো হয়েছে, সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে দুই সেনা আহত হয়েছেন, যার মধ্যে একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এর প্রেক্ষিতে থাইল্যান্ড সরকার ‘যৌথ ঘোষণার বাস্তবায়ন’ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কম্বোডিয়া এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি। তবে তারা আগেই সীমান্তে মাইন পুঁতেছে এমন অভিযোগ অস্বীকার করেছে এবং শান্তির প্রতি অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

You might also like

Comments are closed.