বাজারে নতুন বৈদ্যুতিক স্কুটার, এক চার্জে চলবে ১৮১ কিমি

তেল খরচ এবং পরিবেশ দূষণ কমাতে এখন অনেক মানুষ বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করছেন। তাদের জন্য বাজারে এসেছে নতুন বৈদ্যুতিক স্কুটার Simple OneS।

এই স্কুটারটি দুর্দান্ত রেঞ্জ এবং আকর্ষণীয় ডিজাইনে এসেছে। এর প্রধান প্রতিপক্ষ হবে Ola (ওলা ইলেকট্রিক স্কুটার)। রেঞ্জ, ডিজাইন এবং স্মার্ট ফিচারের দিক থেকেও এটি বেশ আকর্ষণীয়।

Simple OneS-এ ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ৮.৫ কিলোওয়াট ক্ষমতার মোটর রয়েছে। এটি ফুল চার্জে ১৮১ কিলোমিটার পর্যন্ত পড়ি দিতে সক্ষম।

এতে চারটি রাইডিং মোড রয়েছে– ইকো, রাইড, ড্যাশ এবং সনিক। সনিক মোডে স্কুটারটি ২.৫৫ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার।

Simple OneS ইলেকট্রিক স্কুটারের ফিচার: এই স্কুটারে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ড্যাশবোর্ড, যা কাস্টমাইজেবল থিম, অ্যাপ ইন্টিগ্রেশন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ওভার-দ্য-এয়ার আপডেটের সুবিধা দেয়। এতে আরও রয়েছে ফাইন্ড মাই ভেহিকেল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং রিজেনারেটিভ ও র‍্যাপিড ব্রেকিং সিস্টেম।

স্কুটারটিতে পার্ক অ্যাসিস্ট ফাংশনও রয়েছে, যা সামনে ও পিছনে উভয় দিকে চলতে সহায়তা করে। এছাড়া এতে রয়েছে ৫জি ই-সিম, ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

Simple OneS ইলেকট্রিক স্কুটারের দাম: Simple OneS ইলেকট্রিক স্কুটারের দাম শুরু ১,৩৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি দেশের ১৫টি শহরের শোরুমে পাওয়া যাবে। ভবিষ্যতে ভারতের ২৩টি রাজ্যে ১৫০টি শোরুম ও ২০০টি সার্ভিস সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে কোম্পানির।

You might also like

Leave A Reply

Your email address will not be published.