সেনেগালের বিপক্ষে ব্রাজিলের ‘প্রথম’ জয়

সেনেগালের বিপক্ষে প্রথমবার জয়ের স্বাদ পেলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এস্তেভাও ও কাসেমিরোর গোলে আফ্রিকার দেশটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার (১৫ নভেম্বর) রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল।

চাপ ধরে রেখে ২৮তম মিনিটে এগিয়ে যায় সেলেসাওরা। বাম পায়ের কোনাকুনি জোরাল শটে জাল কাঁপান তরুণ উইঙ্গার এস্তেভাওয়ে।

এর ৭ মিনিট পরই আরেকটি দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। এবার স্কোর শিটে নাম লেখান ক্যাসিমিরো।

বিরতির পর ষষ্ঠ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় সেনেগাল। খেলার গতি কমলেও দ্বিতীয়ার্ধে লড়াই চলে সমানতালে। তবে জালের দেখা পায়নি কোনো দলই। জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে রেকর্ড চ্যাম্পিয়নধারীরা।

 

You might also like

Comments are closed.