×

সর্বশেষ :
এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ শাড়ি পরতে পছন্দ করেন? পরার যে ছোট্ট ভুলে মরণব্যাধী রোগের ঝুঁকি, রইল পরামর্শ এক সেফটিপিনের দাম ৯৩ হাজার টাকা আর ৪৭ লাখে মিলছে অটো ব্যাগ জিংক কি সর্দি–কাশি থেকে মুক্তি দেয়, চিকিৎসকের পরামর্শ চিয়া সিড নাকি ফ্ল্যাক্স সিড কোনটি বেশি উপকারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-১৬, সময় - ১২:৩৭:৩২

দুপুরের খাবারের পরে একটু বিশ্রাম নেওয়া যেন আমাদের প্রতিদিনের অভ্যাস। কেউ বাড়িতে থাকুন বা অফিসে- খাওয়ার পর শুয়ে বা বসে থাকার প্রবণতা প্রায় একই রকম।

কিন্তু চিকিৎসকদের মতে- এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তবে এই সময় যদি মাত্র ১০ মিনিট হাঁটাহাঁটি করা যায়, তবে তা শরীরের পক্ষে হতে পারে অভাবনীয় উপকারী।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের চিকিৎসকদের মতে- প্রতিদিন দুপুরের খাবার খাওয়ার পরে যদি অন্তত ১০ মিনিট হাঁটা যায় অর্থাৎ প্রায় ১,০০০ পা ফেলা যায় তবে তা হজম থেকে শুরু করে হৃদরোগ ও ডায়াবেটিস পর্যন্ত একাধিক সমস্যা কমাতে সাহায্য করে। মাত্র এক সপ্তাহ এই অভ্যাস বজায় রাখলেই শরীরে ইতিবাচক পরিবর্তন চোখে পড়বে।

অনেকেই ভাবেন- এক হাজার পা হাঁটা অনেকটুকু পথের ব্যাপার। বাস্তবে তা এক কিলোমিটারও নয়। সক্রিয়ভাবে হাঁটলে এই পথ পেরোতে সময় লাগে মাত্র ১০ মিনিটের মতো। অফিসে কিংবা বাড়িতে, সময় বের করলেই এই অভ্যাস গড়ে তোলা সম্ভব।

খাওয়ার পরে হাঁটাহাঁটির উপকারিতা- 

হজমের উন্নতি-

খাওয়ার পরে হাঁটলে হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সাহায্য হয়। এতে পেটের গ্যাস, অ্যাসিড রিফ্লাক্স ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যেতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক-

পেশিগুলি খাবার থেকে আসা কার্বোহাইড্রেট ও গ্লুকোজ শোষণ করে নেয়, ফলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ওজন নিয়ন্ত্রণে-

বিপাকের হার বাড়ায়, ফলে ক্যালরি খরচ বেশি হয় এবং ওজন কমাতে সাহায্য করে।

হৃদ্স্বাস্থ্য উন্নত করে-

শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং এলডিএল বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা কমে, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক।

মানসিক স্বাস্থ্য ভালো রাখে-

হাঁটার ফলে এনডরফিন নামক ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখতে সাহায্য করে। কাজের মনোযোগ বাড়ে ও উদ্বেগ কমে। দুপুরের খাবারের পরে শুধু শুয়ে না পড়ে যদি মাত্র ১০ মিনিট সময় হাঁটার জন্য বরাদ্দ করা যায়, তবে তা হতে পারে স্বাস্থ্যের পক্ষে এক বড় সঞ্চয়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...