×

সর্বশেষ :
এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ শাড়ি পরতে পছন্দ করেন? পরার যে ছোট্ট ভুলে মরণব্যাধী রোগের ঝুঁকি, রইল পরামর্শ এক সেফটিপিনের দাম ৯৩ হাজার টাকা আর ৪৭ লাখে মিলছে অটো ব্যাগ জিংক কি সর্দি–কাশি থেকে মুক্তি দেয়, চিকিৎসকের পরামর্শ চিয়া সিড নাকি ফ্ল্যাক্স সিড কোনটি বেশি উপকারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-১৬, সময় - ১২:৩৬:২৮

শীত কিংবা বর্ষা- এই দুই ঋতু এলেই চুলে খুশকির সমস্যা যেন লেগেই থাকে। শ্যাম্পু, সিরাম কিছুই যেন ঠিকভাবে কাজ করতে চায় না। খুশকি শুধু মাথার ত্বকেই নয়, কখনো কখনো পোশাকে ঝরে পড়ে বিব্রত করে। আবার চুল হয়ে পড়ে রুক্ষ, প্রাণহীন। তবে ঘরোয়া কিছু সহজ উপায়ে এই সমস্যার সমাধান করা যায়। চলুন, জেনে নিই।

লেবুর রস

লেবু চুলের পরিচর্যায় বহুদিন ধরেই জনপ্রিয়। খুশকিও দূর করতে পারে এই উপাদানটি। একটি লেবুর রস চেপে বের করে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর শ্যাম্পু করুন। এতে চুল হবে পরিষ্কার ও ঝরঝরে।

পিঁয়াজ

পিঁয়াজের রস মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে খুশকি কমে যায়। একটি পেঁয়াজ বেটে তার রস চুলের গোড়ায় মাখুন। বাটার ঝামেলা হলে পিঁয়াজের টুকরো ঘষেও লাগানো যায়। কিছুক্ষণ রেখে গরম পানিতে ধুয়ে শ্যাম্পু করুন।

দই, খাবার সোডা ও পুদিনা পাতা

এই তিন উপাদানের মিশ্রণে খুশকি দূর হয় দ্রুত। কয়েক চামচ দইয়ে এক চিমটে খাবার সোডা ও কিছু পুদিনা পাতা কুচি মিশিয়ে মাথার ত্বকে লাগান। ১৫–২০ মিনিট পরে হালকা গরম পানিতে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েল একাধারে জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিক। খুশকির সমস্যা হলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল সরাসরি মাথার ত্বকে মালিশ করুন। নিয়মিত ব্যবহার করলে খুশকি কমবে এবং চুলও হবে সুস্থ ও পরিষ্কার। চুলের যত্নে ঘরোয়া উপায়গুলো সহজ, সাশ্রয়ী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। নিয়ম করে প্রয়োগ করলে খুশকির সমস্যায় স্বস্তি মিলতে পারে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...