×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২৭, সময় - ০৫:১৯:১৪

ভারতের টু-হুইলার জগতে হিরো সবসময়ই অন্যতম বড় নাম। এবার ইলেকট্রিক ভেহিকল (EV) সেগমেন্টে তারা নিয়ে এলো একেবারে নতুন এক চমক—৩২৯ কিলোমিটার মাইলেজ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ইলেকট্রিক বাইক। শুধু যাতায়াত নয়, এই বাইক হলো স্টাইল, শক্তি ও দক্ষতার অনন্য মিশেল। চলুন দেখে নেওয়া যাক কী কারণে এটি হয়ে উঠেছে ইভি জগতে সত্যিকারের গেম-চেঞ্জার।

ইঞ্জিন পারফরম্যান্স
এই বাইকের প্রাণ হলো এর শক্তিশালী ইলেকট্রিক মোটর। পারফরম্যান্সের দিক থেকে এটি ১৫০ সিসি পেট্রোল ইঞ্জিনের সমতুল্য শক্তি উৎপাদন করতে সক্ষম। মসৃণ এক্সিলারেশন ও উচ্চ টর্ক থাকায় শহরের ভিড় বা উন্মুক্ত হাইওয়ে—সব জায়গায়ই বাইকটি সমান গতিশীল। সর্বোচ্চ গতি প্রায় ৮৫ কিমি/ঘণ্টা হওয়ায় এটি দৈনন্দিন অফিস যাতায়াতের পাশাপাশি সপ্তাহান্তের লং রাইডের জন্যও উপযুক্ত। মোটরে রয়েছে স্মার্ট কুলিং সিস্টেম, যা দীর্ঘ ভ্রমণেও বাইককে ঠান্ডা রাখে এবং সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...