×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০১৯-১১-২৫, সময় - ১২:০২:৪৬

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিন পুরুষ ধরে উত্তর কোরিয়ায় একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে কিম এর পরিবার, সেই ১৯৪৫ সালে জাপানের কাছ থেকে স্বাধীন হবার পর থেকে। সাত দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার জনগণকে আক্ষরিক অর্থেই গোলাম বানিয়ে রেখেছে কিম পরিবার।


১৯৪৮ সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম ইল-সুং (কিম জং উন এর দাদা)। দেশটির সরকারি ক্যালেন্ডার শুরু করা হয়েছে কিম ইলের জন্মসাল ১৯১২ থেকে। তিনি মারা যান ১৯৯৪ সালের ৮ জুলাই। তার পুত্র কিম জং ইল (কিম জং উন এর বাবা) তার ক্ষমতার উত্তরাধিকারী হবেন। কিম জং উন (ইল এর দ্বিতীয় সন্তান) হন দেশটির দ্বিতীয় ক্ষমতাধর নেতা। ২০১১ সালের ১৭ ডিসেম্বর বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন কিম জং উন।


উত্তর কোরিয়ায় বছরের বিশেষ এই দুই দিনে (৮ জুলাই এবং ১৭ ডিসেম্বর) কেউ জন্ম নিলে, সেই দিন জন্মদিন উদযাপন করা নিষিদ্ধ৷ এ নিয়ম মানতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় এক লক্ষ মানুষকে তাদের জন্মদিন উদযাপন করতে হয় তার একদিন পর, অর্থাৎ ৯ জুলাই এবং ১৮ ডিসেম্বর!


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...