×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০২-১৬, সময় - ১১:১৬:৫৩

পানি ও স্যালাইন দিয়ে করোনাভাইরাসের নকল টিকা বানিয়ে লাখ লাখ ডলারে বিক্রির ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে চীন। কং নামে ওই ব্যক্তি ইতোমধ্যেই ৫৮ হাজার ভ্যাকসিন বানিয়েছেন। যার একটি চালান বিদেশে পাচারও করা হয়।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, কং নামের ওই ব্যক্তি আসল টিকা কিভাবে প্যাকেটজাত করতে হয় সে বিষয়ে পড়াশোনা করে নিজের বানানো দ্রবণ দিয়ে ৫৮ হাজারের বেশি জাল টিকা তৈরি করেছিল। তবে কোন দেশে পাচার করা হয়েছে তা জানা যায়নি।

করোনার টিকাসংক্রান্ত জালিয়াতি নিয়ে দেশটিতে ৭০ জনকে আটক করা হলো। ২০টির বেশি জালিয়াতির মামলায় তাঁদের আটক করা হয়। বেইজিং নকল টিকা কেলেঙ্কারির ঘটনা বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।

আদালত সূত্রে জানা যায়, কং ও তাঁর দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তাঁরা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারীদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...