×

সর্বশেষ :
শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত জানুয়ারিতে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি পরিবারের ২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-০৯, সময় - ১০:৪৩:২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং এবার সালমান খানের বিপরীতে অভিনয় করছেন আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ। এই সিনেমার কাস্টিং নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই প্রশংসা করছেন বয়স-উপযুক্ত এই জুটিকে, যা বলিউডে তুলনামূলকভাবে বিরল। খবর: বলিউড হাঙ্গামা

বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা চলচ্চিত্র শিল্পে বয়স ও চেহারার চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ‘এই চাপ সবার ওপরই থাকে। দিনের শেষে সিনেমা একটি ভিজ্যুয়াল মাধ্যম। আপনি যদি ৭০ বছরের চরিত্রে অভিনয় করেন, তাহলে সেভাবেই দেখতে হবে। আর ৩০ বছরের চরিত্রে অভিনয় করতে চাইলে সেটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে হবে। এটিই বাস্তবতা।’

তিনি আরও বলেন, ‘নির্মাতা বা প্রযোজকদের চেহারা ও ফিটনেস বিবেচনা করা স্বাভাবিক। এটা পুরুষ অভিনেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অক্ষয় কুমার নিজের ফিটনেস নিয়ে কাজ করেন, খাবার নিয়ন্ত্রণ করেন। যদিও পুরুষদের জন্য লেখা চরিত্রে কিছুটা নমনীয়তা থাকে, তবু আমি এটাকে পক্ষপাতদুষ্ট বলব না। কারণ পুরুষ তারকারাই এখনো বাজার চালান ও অর্থ আনেন। তবু করিনা কাপুর খান এখন অসাধারণ কাজ করছেন।’

চিত্রাঙ্গদা আরও জানান, সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে। তিনি বলেন, ‘আগে নারী অভিনেত্রীদের ক্যারিয়ারের আয়ু সীমিত ভাবা হতো। এখন সেই ধারণা ভাঙছে। বিদ্যা বালানের মতো অভিনেত্রীরা এখনো দারুণ কাজ করছে, তাদের জন্য চরিত্র লেখা হচ্ছে—এটা বড় পরিবর্তন।’

তিনি জানান, বয়স ধরে রাখার চাপ শুধু বলিউডেই নয়, গোটা বিশ্বের সিনেমা শিল্পেই আছে।

এরপর হলিউড অভিনেত্রীদের সূত্র টেনে তিনি বলেন, ‘নিকোল কিডম্যান, ডেমি মুর—সবাই নিজেদের চেহারা ধরে রাখার চেষ্টা করেন। কারণ দিনের শেষে আপনি একটি গল্প বিক্রি করছেন, আর সেটি বিশ্বাসযোগ্য হওয়া জরুরি।’

‘ব্যাটল অব গালওয়ান’ নির্মাণ করেছেন অপূর্ব লাখিয়া। এর প্রথম ধাপের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু হবে দ্বিতীয় লটের শুটিং, যা চলবে নভেম্বর পর্যন্ত। তবে সিনেমাটি কবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...