×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২০-১০-০৫, সময় - ১৫:০৩:৩৮আকস্মিক হাসপাতালের বাইরে ট্রাম্প,হাসপাতাল থেকে আকস্মিকভাবে বেরিয়ে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের গাড়িতে করে চক্কর দিলেন। হাসপাতালের বাইরে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে গ্লাস লাগানো গাড়ি থেকে হাত নাড়লেন। ফিরে গেলেন হাসপাতালে। এরও আগে তিনি টুইট করেছিলেন যে, নেতাকর্মীদের দেখতে ওয়াল্টার রিড হাসপাতাল থেকে আকস্মিক সফরে বের হবেন। এতে হাসপাতালের বাইরে সমবেত নেতাকর্মীদের তিনি দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেন। ফলে তার অসুস্থতার ধরন নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনলাইন বিবিসিতে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এর আগে চিকিৎসকরা বলেছিলেন, তিনি সোমবার নাগাদ হাসপাতাল ত্যাগ করতে পারেন।
ফলে সংশয় দেখা দিয়েছে তার অসুস্থতা কতটা সিরিয়াস তা নিয়ে। ওদিকে দু’বার
তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। তাকে স্টেরয়েড চিকিৎসা দেয়া হয়েছে। রোববার
তার আকস্মিক গাড়িতে করে উপস্থিতি নিয়ে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের
চেয়ারম্যান হাকিম জেফরিস টুইট করে বলেছেন, (করোনায়) যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২
লাখ ৫ হাজার মানুষ মারা গেছেন। আমাদের প্রয়োজন নেতৃত্ব। আমাদের ফটো
প্রদর্শনী প্রয়োজন নেই।
শুক্রবার রাতে যখন করোনায় আক্রান্ত ট্রাম্পকে ওয়াল্টার রিড হাসপাতালে নেয়া
হয়, তখন জানা যায়, আগের চেয়ে তার অবস্থা আরো সিরিয়াস। হোয়াইট হাউজ থেকে বলা
হয়েছে, ট্রাম্পের কোভিড-১৯ এর হালকা লক্ষণ দেখা দিয়েছে। কিন্তু বেশ পরে
নিশ্চিতভাবে জানা যায়, তাকে হাসপাতালে নেয়ার আগে হোয়াইট হাউজেই অক্সিজেন
দেয়া হয়েছিল। কারণ, দু’দিনের মধ্যে তার অক্সিজেনের লেভেল কমে গিয়েছিল
দু’বার। এ ছাড়া তাকে ডেক্সামেথাসন স্টেরয়েড দেয়া হয়েছে। এই ওষুধ সাধারণত
অত্যন্ত গুরুত্বর আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বলে অভিমত
বিশেষজ্ঞদের। কিন্তু হাসপাতালে নেয়ার পর ট্রাম্প নিজেকে শক্ত সামর্থবান
হিসেবে প্রকাশ করেছেন। হাসপাতালে বসে তিনি কাজ করছেন এমন ছবি টুইট করেছেন
নিজেই। সমর্থকদের আকস্মিক দর্শন দেয়ার জন্য ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
একটি স্যুট জ্যাকেট এবং কলারবিহীন শার্ট পরে তিনি টুইট করেছেন, কোভিড
সম্পর্কে আমি বহু শিখতে পেরেছি। স্কুলে গিয়ে বাস্তবে আমি এটা সম্পর্কে
জানতে পেরেছি। এটাই হলো রিয়েল স্কুল। স্কুলে বই পড়ে আমাদেরকে এটা জানতে হয়
না। আমার এটা (করোনা) হয়েছে এবং আমি বুঝতে পেরেছি। এটা খুব ইন্টারেস্টিং
জিনিস। আপনাদেরকে এ সম্পর্কে জানাবো।
গত শুক্রবার তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানান
সবাইকে। তার এই ঘোষণা নির্বাচনী প্রচারণায় বড় রকম প্রভাব ফেলেছে। আগামী ৩রা
নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের
মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। ওদিকে সপ্তাহান্তে ট্রাম্পের চিকিৎসকরা বলেছেন,
প্রেসিডেন্টের অবস্থা অব্যাহতভাবে উন্নতি হচ্ছে। তাকে সোমবার নাগাদ ছেড়ে
দেয়া হতে পারে। ওদিকে হোয়াইট হাউজে ট্রাম্পের চিকিৎসক সিন কোনলি প্রকাশ
করেছেন আরেক তথ্য। তিনি জানিয়েছেন, ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর তার
দু’বার অক্সিজেনের মাত্রা পড়ে গিয়েছিল। তাকে ডেক্সামেথাসন দেয়া শুরু হয়েছে।
করোনা পজেটিভ আসার পর কমপক্ষে একবার তাকে অক্সিজেন দেয়া হয়েছে। এ ছাড়া
ট্রাম্পের অবস্থা সম্পর্কে বিরোধপূর্ণ মন্তব্য নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে
তিনি পরিষ্কার করেছেন। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, হোয়াইট হাউজে শুক্রবার সকালে প্রথম ট্রাম্পের
অক্সিজেন লেভেলের পতন ঘটে। তখন তার অনেক জ্বর ছিল। অক্সিজেন লেভেল শতকরা ৯৪
ভাগেরও নিচে নেমে গিয়েছিল। একজন সুস্থ মানুষের এই মাত্রা থাকতে হয় কমপক্ষে
৯৫ ভাগ বা তারও বেশি। দ্বিতীয়বার তার অক্সিজেন লেভেল পতন হয় শনিবার। এদিন
তার অক্সিজেন লেভেল শতকরা ৯৩ ভাগের নিচে নেমে আসে। এ সময় তার কাছে
সাংবাদিকরা জানতে চান, প্রেসিডেন্টকে অক্সিজেন দেয়া হয়েছিল কিনা। জবাবে
তিনি বলেন, যদি এটা হয়েও থাকে, তাহলে তা দেয়া হয়েছে খুবই সীমিত আকারে। ডা.
কোনলি বলেছেন, চিকিৎসক টিম তাকে ডেক্সামেথাসন দেয়ার সিদ্ধান্ত নেন। এই
ওষুধটি আক্রান্ত ব্যক্তিদের ওপর হাসপাতালে প্রয়োগ করায় ভাল ফল পাওয়া গেছে।
এই ওষুধ প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ সিস্টেমকে সুস্থ রাখে। এরই মধ্যে
আর্থাইটিস এবং এজমা আক্রান্তদের ওপর প্রয়োগ করা হয়েছে এই ওষুধ। তবে
বিশেষজ্ঞরা মনে করেন, করোনায় আক্রান্ত প্রাথমিক পর্যায়ের রোগিদের ওপর এই
ওষুধ প্রয়োগ করা সহায়ক নাও হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডো শনিবার ট্রাম্পের শারীরিক
অবস্থা নিয়ে বিরোধপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৪ ঘন্টা ছিল
উদ্বেগজনক। আগামী ৪৮ ঘন্টা হবে আরো ক্রিটিক্যাল। অবশ্য কয়েক ঘন্টা পরে তিনি
এই বক্তব্য সংশোধন করেন। এ কথা জানতে পেরে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন
বলে জানান তার এক সহযোগী। এ সম্পর্কে ডা. কোনলি তার সংবাদ সম্মেলনে বলেছেন,
আমি মনে করি তার (মিডো) ওই বিবৃতি ভুল ছিল।