×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-০৪-২২, সময় - ১৮:৪৩:৫৬

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মঙ্গলবার সৌদি বাদশাহ এই আদেশ দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

বুধবার মসজিদুল হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এক টুইট বার্তায় বলেন, সৌদি কর্তৃপক্ষ দুটি পবিত্র মসজিদে তারাবি এবং তাহাজ্জুদের নামাজ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে তবে এতে মুসল্লিরা অংশ নিতে পারবেন না। পাশাপাশি রমজানের শেষ ১০ দিন মুসল্লিরা এই দুই মসজিদে ইতিকাফে অংশ নিতে পারবেন না বলেও জানান আবদুর রহমান আস সুদাইস।

সৌদিভিত্তিক সংবাদ মাধ্যম ওকাজকে আল সুদাইস বলেন, মসজিদে যারা কাজ করেন এবং মসজিদ দেখভালের দায়িত্বে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা এই তারাবি নামাজে অংশ নিতে পারবেন।

এর আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুলআজিজ আল-শেখ দেশটির বাসিন্দাদের তারাবি এবং ঈদের নামাজ ঘরে পড়ার আহ্বান জানান।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৮ মার্চ থেকে সৌদি আরবে মসজিদে জামাতে নামাজ বন্ধ রয়েছে। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৭২ জন। মারা গেছেন ১১৪ জন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...