×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-০৪-২২, সময় - ১৭:১১:৪৮

করোনা প্রকোপের মধ্যে রমজান মাসে মুসলিমদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি বেশ কিছু রক্ষণশীল মানুষ ট্রাম্পের কাছে টুইট করে জানতে চেয়েছেন, খ্রিস্টানরা সামাজিক দূরত্ব ভাঙার পর যে ব্যবস্থা নেয়া হয়েছে মুসলমানদের কি একই পদক্ষেপ নেয়া হবে?

এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি বলতে চাই এতে কিছু পার্থক্য থাকবে। তবে যা ঘটবে আমরা তা দেখবো। আমি দেশে বড় অসমতা দেখেছি। আমি মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা করি। এটা ব্যাপারনা যে আপনি কি বিশ্বাস করছেন।

এসময় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের মতো মুসলমানদেরকে রমজান মাসে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনে উৎপত্তি হলেও করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ১৭৫ জন। মারা গেছেন ৪৫ হাজার ৩৪৩ জন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...