×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-০১, সময় - ০৫:৪৪:০১তিন দফায় প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল হবিগঞ্জ জেলা। শুক্রবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও তা এখনো স্বাভাবিক হয়নি। এলাকা ভাগ করে প্রতি ১ থেকে ২ ঘণ্টা পরপর কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করছে কতৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে দুইবার আসা যাওয়া করলেও সন্ধ্যা সাড়ে ৬টা থেকে টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এদিকে শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডে ৩টি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ একেবারে বন্ধ হয়ে পড়ে। তবে ব্যতিক্রম ছিল বাহুবল উপজেলা। যেখানে বিদ্যুৎ থাকলেও বাকি ৮টি উপজেলা বিদ্যুৎহীন ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে বিদ্যুৎ
সরবরাহে বিঘ্ন ঘটছিল। দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকে। তবে দুইবার কিছু সময়ের
জন্য বিদ্যুৎ এলেও তা বেশিক্ষণ থাকেনি। সন্ধ্যা সাড়ে ৬টায় একেবারেই
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই খবর চাওর হয় শাহজীবাজার
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন ধরেছে। তখন থেকে বিদ্যুৎ পাওয়া নিয়ে উদ্বিগ্ন
হয়ে পড়েন জেলার বাসিন্দারা। এর মাঝে শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা থেকে শহরে
নিরবতা নেমে আসে। দোকানপাট বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দুপুর থেকেই বিদ্যুতের
সার্কিট ব্রেকার, ফিউজে সমস্যা হচ্ছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যায় ট্রান্সফরমারে
আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে
পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩টি
ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে জেলার ৮টি উপজেলা
