×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২০-০৪-০৬, সময় - ১৬:০৩:৫০করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক মারা গেছেন। আজ সোমবার সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দুদকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা। তিনি প্রায় সপ্তাহখানেক আগে করোনার উপসর্গ নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে সেখানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছিল।
তিনি আরো জানান, গতকাল তার অবস্থা খানিটকা উন্নতি হয়েছিল বলে শুনেছিলেন। তবে আজ ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
