×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২২-০৮-১১, সময় - ১০:১২:২২

থাইল্যান্ড পৌঁছেছেন শ্রীলঙ্কার পলায়ণরত সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। বৃহস্পতিবার রাতে তিনি থাইল্যান্ডে পৌঁছেন। এ সময় তাকে একজন নারীসহ বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ধারনা করা যায়, ওই নারী তার স্ত্রী। এ সময় তাকে দেয়া হয়নি কোনো প্রোটোকল।

সাধারণ একজন যাত্রীর বেশেই তিনি সেখানে গিয়েছেন। মুখে মাস্ক পরা। তৃতীয় একজন ব্যক্তিকে দেখা যায় তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। হতে পারেন তিনি বিশেষ সংস্থার লোক অথবা অপেক্ষারত গাড়ির চালক। এ বিষয়ক তিনটি ছবি প্রকাশ করেছে অনলাইন ডেইলি মিরর।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...