×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-০৩-১৫, সময় - ১৫:৪০:০৬

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।

স্পেনীয় সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষা পজিটিভ হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর আশপাশের ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তাদের কয়েকজনও করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, বেগোনা গোমেজ বর্তমানে মনক্লোয়ায়ই আছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করছেন তিনি।

স্পেনে এখন পর্যন্ত ৬ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।
এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রে সানচেজ এ সংকট মোকাবেলায় স্টেট অব এলার্ট জারি করেছেন। পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে দেশটি লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করতে যাচ্ছেন পেদ্রে সানচেজ।

সুত্রঃ সিএনএন

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...