×

সর্বশেষ :
শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত জানুয়ারিতে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি পরিবারের ২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৫-২৩, সময় - ০৯:৫০:২৮

বৃটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যেমন, তেমনি ভারতে শনাক্ত করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর কোভিড-১৯ টিকার ডবল ডোজ। শনিবার ইংল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা বলেছেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে- এই ডাটাকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তিনি আশা প্রকাশ করেন তার সরকার আগামী মাসে করোনা বিষয়ক আরো বিধিনিষেধ তুলে নেবে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) এক গবেষণায় দেখা গেছে বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টে লক্ষণযুক্ত আক্রান্তকে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার পর ফাইজার-বায়োএনটেকের টিকা শতকরা ৮৮ ভাগ কার্যকর দেখা গেছে। এই ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয়েছিল ভারতে। অন্যদিকে বৃটেনের কেন্টে শনাক্ত হওয়া বি.১.১.৭ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দ্বিতীয় ডোজ টিকা কার্যকর শতকরা ৯৩ ভাগ। ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এস্ট্রাজেনেকার টিকার দুটি ডোজ নেয়ার পর এর কার্যকারিতা শতকরা ৬০ ভাগ।

অন্যদিকে কেন্টের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তা শতকরা ৬৬ ভাগ কার্যকর। বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, আমি ক্রমাগত আস্থাশীল যে, আমরা রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছি। কারণ, এই টিকার দুটি ডোজই করোনার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।
উল্লেখ্য, এখন পর্যন্ত ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে টিকা দেয়ার পথে অগ্রসর হয়েছে বৃটেন। কিন্তু ভারতে শনাক্ত নতুন ভ্যারিয়েন্টের বিস্তারের ফলে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে তারা। শনিবার প্রকাশিত ডাটা অনুযায়ী, ২২ শে মে পর্যন্ত সাত দিনে বৃটেনে করোনায় আক্রান্ত বৃদ্ধি পেয়েছে শতকরা ১০.৫ ভাগ। এ মাসে প্রধানমন্ত্রী বরিস জনসন নির্দেশ দিয়েছেন ৫০ ঊর্ধ্ব বয়সীদের জন্য দ্বিতীয় ডোজ টিকাদান ত্বরান্বিত করতে। এসব মানুষ ক্লিনিক্যালি ঝুঁকিতে। পিএইচই বলেছে, ফাইজার এবং এস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেয়ার তিন সপ্তাহ পরে বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতকরা ৩৩ ভাগ কার্যকর দেখা গেছে। তবে বি.১.১.৭ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তা শতকরা ৫০ ভাগ কার্যকর। এর প্রেক্ষিতে ম্যাট হ্যানকক টিকার দুটি ডোজ নেয়ারও ওপর গুরুত্ব আরোপ করেছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...