×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৪-০২, সময় - ০৪:০০:৫১

২০০০ সালে বাংলাদেশ পুরুষ দল টেস্ট স্ট্যাটাস পায়। দুই দশকেরও বেশি সময় পর নারী ক্রিকেট দলও পেলো টেস্ট মর্যাদা। জাহানারা-সালমারা এখন সাদা পোশাকেও খেলতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে টেস্ট মর্যাদা পেয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান নারী দল।

২০১১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের যাত্রা শুরু হয়। প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রকে হারায় বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে নারী এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে দশ বছরেরও বেশি সময় ধরে খেলা বাংলাদেশ এখনো নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।

খেলেছে চার টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এতো দিন টেস্ট খেলেছে ১০টি নারী দল। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...