×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০১-০৯, সময় - ০৫:১৩:২১

এবার করোনার টিকা নিলেন সৌদি আরবের বাদশা সালমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম শহরে বাদশা সালমান (৮৫) করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম বাদশা সালমানের টিকা নেওয়ার ছবি প্রকাশ করেছে।

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে দেওয়া শুরু করে সৌদি আরব।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তিন ধাপে টিকা দেওয়ার কার্যক্রম চলবে। এরমধ্যে প্রথম ধাপে রয়েছে ৬৫ বছরের বেশি বয়সীদের এবং যারা দীর্ঘদিন ধরে অসুস্থ অথবা যারা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এছাড়া দ্বিতীয় ধাপে রয়েছে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপ হচ্ছে সবাইকে টিকা দেওয়া হবে। এর আগে গত মাসে করোনার টিকা নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এনডিটিভি

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...