ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার ( ২৫ তারিখ) থেকে শুরু হয়েছে ১১তম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্রিকেট লীগ (ডিইউটিসিএল ২০২৬)।
আজ, মঙ্গলবার ( ২৭ তারিখ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উত্তাল ৬৯ ও জাগ্রত জুলাইয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে উত্তাল ৬৯ , ২ (দুই) উইকেটে হারায় জাগ্রত জুলাইকে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৪ (চার) উইকেট হারিয়ে ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে জাগ্রত জুলাই । জবাবে ব্যাট করতে নেমে উত্তাল ৬৯, ১ (এক) বল বাকি থাকতেই বিজয় নিশ্চিত করে দলটি। দলটি ১৫.৫ ওভারে ৮ (আট) উইকেট হারিয়ে ১৫৫ রান করে।
আজকের খেলায় সেরা বোলার নির্বাচিত হন জাগ্রত জুলাইয়ের রাকীব। তিনি ৪ (চার) ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ (চার) উইকেট নেন।
খেলায় বেস্ট স্কোরার নির্বাচিত হন জাগ্রত জুলাইয়ের হাসাইবুর রহমান। তিনি ২৬ বলে ৪৮ রান করেন।
খেলায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন,উত্তাল ৬৯ দলের সাদ্দাম। তিনি ১৮ বলে ৩৪ রান করেন। ৪ (চার) ওভারে ৩১ রান দিয়ে নেন ১ (একটি) উইকেট।
খেলায় গেম চেঞ্জার নির্বাচিত হন,উত্তাল ৬৯ দলের আসাদ। তিনি ১৪ বলে ২৬ রান করেন।
এই নিয়ে টুর্নামেন্টে টানা ২ (দুই) ম্যাচে জয় পেল দলটি। এর আগে উত্তাল ৬৯ নিজেদের প্রথম ম্যাচে মহান একুশে দলকে হারায়। টুর্নামেন্ট আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সার্বিক সহযোগিতায় রয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড।
এ জাতীয় আরো খবর..