বসন্ত পঞ্চমীতে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন রুকমা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১২:৪৩:১৪ |
শুক্রবার বসন্ত পঞ্চমীর রঙে রঙিন হয়ে উঠেছিল চারপাশ। স্কুল-কলেজ, বাড়ি কিংবা নানা সংগঠনের আয়োজন সবখানেই দেবী সরস্বতীর আরাধনায় মুখর ছিল দিনটি। ঠিক এমনই এক শুভ লগ্নে জন্মদিন উদযাপন করলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। বসন্ত পঞ্চমীর দিনে জন্ম নেওয়া এই অভিনেত্রী এ বছর একত্রিশ বছরে পা দিলেন।

জন্মদিনটি বড় কোনো আয়োজন নয়, বরং ঘরোয়া পরিবেশেই উদযাপন করেন রুকমা। নিজের সেই বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, লাল ও সাদা বেলুনে সাজানো একটি টেবিলের সামনে সাদা পোশাকে বসে রয়েছেন অভিনেত্রী। মোমবাতি নিভিয়ে কেক কাটার মুহূর্তে তাঁর মুখে ছিল প্রশান্ত হাসি। ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় ভরে ওঠে মন্তব্যের ঘর।



ভক্তদের পাশাপাশি জন্মদিনে বিশেষভাবে নজর কাড়ে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু শ্রীতমা রায়চৌধুরীর শুভেচ্ছা। টলিপাড়ায় অভিনেত্রীদের বন্ধুত্ব নিয়ে নানা গুঞ্জন থাকলেও রুকমা ও শ্রীতমার সম্পর্ক বারবার ভেঙে দিয়েছে সেই ধারণা। একসঙ্গে সময় কাটানো, মুহূর্ত ভাগ করে নেওয়া কিংবা ছবি প্রকাশ সবকিছুতেই তাঁদের বন্ধুত্ব স্পষ্ট হয়ে ওঠে।

রুকমার জন্মদিন উপলক্ষে শ্রীতমা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন। সেখানে কালো রঙের পোশাকে রুকমাকে দেখা গেলেও, শ্রীতমা ধরা দেন আজরাক নকশার চুড়িদারে। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় শ্রীতমা লিখেছেন, রুকমার জন্মদিন যেন তাঁদের হাসির মতোই প্রাণবন্ত, নিজেদের ভেতরের রসিকতার মতোই উচ্ছ্বল আর একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতির মতোই অবিস্মরণীয় হয়। পাশাপাশি সবসময় নিজের মতো থাকার কথাও মনে করিয়ে দেন তিনি।

বন্ধুর এই ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়ে মন্তব্য করেন জন্মদিনের নায়িকা রুকমা। বসন্ত পঞ্চমীর দিনে দেবী আরাধনার পাশাপাশি বন্ধুত্ব, হাসি আর ভালোবাসায় ঘরোয়া আবহে স্মরণীয় হয়ে থাকল তাঁর জন্মদিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...