কারাগারে দুই খুনির প্রেম, বিয়ে করতে পাচ্ছেন প্যারোলে মুক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৩, | ২০:০২:৩৩ |
ভারতের রাজস্থানে কারাগারের ভেতর প্রেম হয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই খুনির। এমন অবস্থায় তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই বিয়ের জন্য ১৫ দিনের জন্য তাদের প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।

বার্তাসংস্থা পিটিআই শুক্রবার (২৩ জানুয়ারি) জানিয়েছে, জেলের ভেতর প্রেম হয়েছে ৩১ বছর বয়সী প্রিয়া শেঠ এবং ২৯ বছর বয়সী হনুমান প্রসাদের মধ্যে।

প্রিয়া ২০২৩ সালে জয়পুরে এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে আনেন। এরপর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চান। পরবর্তীতে ওই ব্যবসায়ীকে হত্যা করে স্যুটকেসের ভেতর মরদেহ রাখেন তিনি। তার সঙ্গে এ হত্যাকাণ্ডে আরও দুজন জড়িত ছিলেন। তাদেরও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই ব্যবসায়ীর হত্যাকাণ্ড পুরো ভারতে আলোড়ন তৈরি করেছিল।

অপরদিকে হনুমান প্রসাদ ২০১৭ সালে পাঁচজনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। হনুমান এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এরপর ওই নারীর স্বামী, তার তিন সন্তান এবং তার এক ভাতিজাকে হত্যা করেন। ভয়াবহ ওই হত্যাকাণ্ডের ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ দুই খুনি বিয়ের আগ্রহ দেখানোর পর তাদের রাজস্থান হাইকোর্ট প্যারোলে জামিন দেন। গত বুধবার তারা কারাগার থেকে বের হন। তাদের বিয়ে হবে প্রিয়ার নিজ শহর বারোদামোতে।

রাজস্থানের সানগানারের ওপেন জেলে দণ্ড ভোগ করার সময় তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেম চলছে।

পিটিআই জানিয়েছে, রাজস্থানে যে ওপেন জেল আছে সেখানকার বন্দিদের দিনের বেলা কাজের জন্য বের হতে দেওয়া হয়। তারা আবার সন্ধ্যায় জেলে ফিরে আসেন।

সূত্র: পিটিআই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...