মটস প্রাঙ্গণে অনুষ্ঠিত হল জব ফেয়ার

মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ স্টলে চাকরীপ্রত্যাশীদের উপচে পড়া ভীড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৮, | ২১:৩৫:২৭ |
রাজধানীর মীরপুরে মটস প্রাঙ্গনে বুধবার (২৮শে জানুয়ারি), অনুষ্ঠিত হল দিনব্যাপী  জব ফেয়ার (চাকরি মেলা)। সকল ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের জন্য এটি ছিল  একটি দারুণ সুযোগ। তাদের পদচারনায় মুখরিত ছিল মটস প্রাঙ্গণ। মেলায় ৩০ টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

মেলায় সবচেয়ে বেশি ভীড় লক্ষ করা যায় মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের স্টলে । এখানে কথা হয় শিক্ষার্থী পাপিয়ার সাথে। তিনি বলেন, মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ নামকরা  একটি প্রতিষ্ঠান। এটির জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবেও সমাদৃত। তাই আমি এই প্রতিষ্ঠানে ভবিষ্যতে কাজ করতে ইচ্ছুক।

 
তামিম নামের একজন চাকুরীপ্রত্যাশী বলেন, আমি এই প্রতিষ্ঠানের নাম অনেক শুনেছি। একটি নামকরা প্রতিষ্ঠানে কাজ করলে ভবিষ্যতে ক্যারিয়ারে পজেটিভ ইফেক্ট পড়ে। 

রোখসানা নামের একজন তরুণী বলেন, এই যে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের স্টলে সরাসরি সিভি দিলাম, এটি একটি  ভাল উদ্যোগ। আমি এই প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী।


এই বিষয়ে ,মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের নির্বাহী পরিচালক মাছউদ করিম বলেন, আমরা তরুণদের পাশে থাকতে চাই। তরুণরা যারা সদ্য পাস করেছে বা কোন ভাল জায়গায় ইন্টার্ণশীপ করতে চায় তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের দরজা সবসময় খোলা। আমরা সবসময় তরুণদের সুযোগ করে দিতে চাই। কারণ আজকের তরুণরাই জাতির ভবিষ্যত । তরুণদের যত বেশি কাজে লাগানো যাবে দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে। তরুণদের পাশে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...