যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১১:৫৯:৪৪ |
ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। শনিবারও বৈঠকে বসার কথা রয়েছে তিন দেশের প্রতিনিধিদের।

আলোচনার মধ্যেও রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় জরুরি জেনারেটর সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ইইউ।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনার।

তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।

এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পদক্ষেপ বলে আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। দাভোসে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, যুদ্ধের মূল ইস্যু এখন ভূখণ্ড বণ্টন। তার মতে, কেবল ইউক্রেন নয়, রাশিয়াকেও সমঝোতায় প্রস্তুত হতে হবে।

রাশিয়ার দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ২৫ শতাংশ এলাকা ছেড়ে দিতে হবে, যা এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ইউক্রেন দনবাসে একটি অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে। এছাড়া শর্ত সাপেক্ষে সেনা প্রত্যাহারের বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা চায় কিয়েভ।

রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, মস্কোর আলোচনা ছিল ‘সব দিক থেকেই ফলপ্রসূ’। তবে ক্রেমলিন স্পষ্ট করেছে, ভূখণ্ডগত বিরোধ নিষ্পত্তি না হলে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি সম্ভব নয়।

আজ শনিবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র প্রধান জেনারেল ইগরকোস্তিউকভ। পাশাপাশি অর্থনৈতিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা আলোচনা করবেন রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ।

বৈঠক চলাকালে ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার পেনজা অঞ্চলে একটি তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা।

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিয়েভে তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় কিয়েভকে জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ফ্রান্স একটি আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে শীতের তীব্রতা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...