বিয়ের দাওয়াত খেয়ে ঢাকায় ফেরা হলো না দুই বন্ধুর, ট্রাকের ধাক্কায় মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৫, | ১১:৪৮:৪৩ |
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খাইরুল হোসাইনকে এবং একই ঘটনায় রাত সাড়ে বারোটার দিকে ইয়াসিনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত খাইরুল কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকার ভাষানটেক এলাকায় ভাড়া থাকতেন। তিনি ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

অপরদিকে একই ঘটনায় মোটরসাইকেল চালক ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। নিহত দুজনই ভাষানটেক এলাকায় থাকতেন এবং সম্পর্কে বন্ধু ছিলেন।

নিহত খাইরুল হোসাইনের ভগ্নিপতি মহসিন জানান, দুই বন্ধু শনিবার সকালে মোটরসাইকেলে করে নোয়াখালীতে গিয়েছিলেন এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে ফেরার সময় যাত্রাবাড়ীর শনির আখড়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে কিছুক্ষণের ব্যবধানে ঢাকা মেডিকেলে দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...