শীতে ত্বকের যত্নে মুলতানি মাটি যেভাবে উপকার করে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১৮:৪৫:৫৬ |
শীতকালে ঠান্ডা বাতাস ও কম আর্দ্রতার কারণে ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ এবং প্রাণহীন। এ সময় মুখের ত্বকে টান ধরা, খোসা ওঠা এবং উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এ কারণে শীতকালে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বক পরিষ্কার করতে, অতিরিক্ত তেল শোষণ করতে এবং মুখের উজ্জ্বলতা বাড়াতে দারুন কার্যকর। অনেকের ধারণা, শীতকালে মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। কিন্তু সঠিক উপায়ে ও উপযুক্ত উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে শীতকালেও মুলতানি মাটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। যেমন- 


গোলাপ জল প্রাকৃতিকভাবে ত্বক হাইড্রেট করে এবং ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগালে ত্বক পরিষ্কার হয়। সেই সঙ্গে খোলা ছিদ্রের সমস্যা অনেকটাই কমে যায়। নিয়মিত গোলাপ জল লাগালে মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

শীতে মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে লাগাতে পারেন। অ্যালোভেরা ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেয় এবং শুষ্কতার কারণে হওয়া জ্বালা বা চুলকানি কমাতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান ব্রণের সমস্যা কমায় এবং ত্বককে মসৃণ রাখে। যাদের ত্বক খুব শুষ্ক বা সংবেদনশীল, তাদের জন্য এই মিশ্রণ বিশেষভাবে উপযোগী।

মুলতানি মাটির সঙ্গে টমেটোর গুঁড়ো লাগাতে পারেন। টমেটোর গুঁড়া ত্বকের রং উজ্জ্বল করে এবং দাগছোপ হালকা করতে সাহায্য করে। শীতকালে এই উপাদানটি মুলতানি মাটির সঙ্গে মিশে ত্বকে নতুন প্রাণ ফিরিয়ে আনে। তবে যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা প্রথমে অল্প পরিমাণে ব্যবহার করে দেখতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন
মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে আলতো করে শুকিয়ে নিন। এরপর মুলতানি মাটি, টমেটোর গুঁড়ো এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে সমানভাবে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। প্যাক পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

নিয়মিত এসব ফেসপ্যাক ব্যবহার করলে শীতকালেও ত্বক পরিষ্কার, উজ্জ্বল এবং স্বাস্থ্যকর থাকে। তবে সপ্তাহে এক বা দুইবারের বেশি ব্যবহার করা উচিত নয়। ফেসপ্যাক ব্যবহারের পর একটি হালকা ময়েশ্চারাইজার লাগালে ফল আরও ভালো পাওয়া যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...