চট্টগ্রামে র্যাব কর্মকর্তা হত্যা : আরও এক আসামি গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০১-২৩,
| ২২:০৭:০৫ |
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভুঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় কালা বাচ্চু নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) র্যাবের একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে মামলা ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে ইতোমধ্যে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।