×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২০-০৯-০৪, সময় - ১৫:৩০:৩১প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিয়ো বার্লুসকোনি। তার স্টাফদের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ৮৩ বছর বয়সি এই ‘মিডিয়া টাইকুন’কে মিলানের সান রাফালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
গত বুধবার ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও মিডিয়া অঙ্গনের ক্ষমতাধর ব্যক্তি সিলভিও বার্লুসকনির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
