×

সর্বশেষ :
শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত জানুয়ারিতে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি পরিবারের ২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-০১-১৬, সময় - ১৫:৩০:৩৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধু উমা কাজী গতকাল রাতে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কবিপুত্র কাজী সব্যসাচীর স্ত্রী। উমা এবং সব্যসাচী দম্পতির তিন সন্তান হলেন- খিলখিল কাজী, মিষ্টি কাজী ও বাবুল কাজী।
নজরুলের অসুস্থাবস্থায় যাঁরা তার সেবায় নিয়োজিত ছিলেন, উমা কাজী তাঁদের অন্যতম।

উমা কাজীকে আজ বৃহস্পতিবার বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে মাল্টিনিউজটোয়েন্টিফোর এর কাছে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। তিনি উমা কাজীর সাথে নিজের স্মতিচারণ করে বলেন, “অনেক আগে থেকেই তার সাথে পরিচয় ছিল। তিনি আমাকে স্নেহ করতেন। যদিও গত ৩/৪ বছরে আমাদের সাক্ষাৎ হয়নি। একবার গিয়েছিলাম বাসায়, কিন্তু সেসময় তিনি ভারতে ছিলেন। তিনি নজরুলকে সেবা করেছিলেন বেশ আন্তরিকভাবে। যাই হোক সবাইকেইতো একদিন যেতে হবে। তার আত্মার শান্তি কামনা করছি। খিলখিলের জন্য কষ্ট হচ্ছে।”

আর হালের জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী সম্পা দাস মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বললেন, ” আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষের দিনগুলোতে, তার অক্ষম অবস্থায় উমা কাজীর সেবা শ্রুশুষার কথা সবাই জানেন। সেদিক থেকে বলতে গেলে স্বীকার করতেই হয়, নজরুলের জীবনে উমা কাজীর বিশেষ অবদান রয়েছে।”

উল্লেখ্য, উমার স্বামী কাজী সব্যসাচী একজন আবৃত্তিকার ছিলেন। তিনি ছিলেন নজরুলের বড় ছেলে। ১৯৬৬ সালে তিনি নজরুলের বিখ্যাত বিদ্রোহী কবিতাটি প্রথমবারের মত রেকর্ড করেন।

তাদের মেয়ে খিলখিল কাজী একজন কণ্ঠশিল্পী এবং সংগঠক। তিনি নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি তার দাদা নজরুলের জীবনকর্ম নিয়ে গবেষণা করছেন।

সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। তারপর উমা কাজীসহ তাঁর পরিবার স্থায়ীভাবে ঢাকার বনানীতে থাকতে শুরু করে।

মৃত্যুকালে উমা কাজীর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...