×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২০-০৭-০৪, সময় - ১৭:১৪:২৭করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম মারা গেছেন।
রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে অফিসার্স ক্লাব, ঢাকার এক শোক বার্তায় জানানো হয়েছে। খবর ইউএনবির
খুরশীদ আলম ছিলেন বিসিএস ৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য।
শোক বার্তায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে খুরশীদ আলমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
