×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-০২, সময় - ১০:০৬:৩৫রাজধানীর কর্মজীবীদের জন্য সময় হাতে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়া প্রায় অসম্ভব। বছরে দুটি ঈদের লম্বা ছুটি পেলেও গ্রামের বাড়ি যাওয়ার পরপরই থাকে কর্মস্থলে ফেরার তাড়া। তবে চাইলে সাপ্তাহিক ছুটির দিনেই কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। এমন বেশ কয়েকটি পর্যটন স্থান ও স্থাপনা রয়েছে যেগুলো চাইলে আপনি প্রতিসপ্তাহেই ঘুরে আসতে পারবেন। কম সময় ও কম খরচে ভ্রমণের খিদেটাও মিটবে। অন্তত ‘দুধের স্বাদ খোলে মেটানো’ হবে আরকি! এমন ১০টি স্থান নিয়ে আয়োজন-
রাজধানীর কর্মজীবীদের জন্য সময় হাতে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়া প্রায় অসম্ভব। বছরে দুটি ঈদের লম্বা ছুটি পেলেও গ্রামের বাড়ি যাওয়ার পরপরই থাকে কর্মস্থলে ফেরার তাড়া। তবে চাইলে সাপ্তাহিক ছুটির দিনেই কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। এমন বেশ কয়েকটি পর্যটন স্থান ও স্থাপনা রয়েছে যেগুলো চাইলে আপনি প্রতিসপ্তাহেই ঘুরে আসতে পারবেন। কম সময় ও কম খরচে ভ্রমণের খিদেটাও মিটবে। অন্তত ‘দুধের স্বাদ খোলে মেটানো’ হবে আরকি! এমন ১০টি স্থান নিয়ে আয়োজন-
বেলাই বিল
গাজীপুরের বেলাই বিল, মনোরম একটি জায়গা। ঢাকা থেকে মাত্র সাড়ে ২৬ কিলোমিটার দূরে চেলাই নদীর সঙ্গে বেলাই বিল। ট্র্যাফিক জ্যাম না থাকলে বাসে বা ব্যক্তিগত গাড়িতে আনুমানিক সোয়া ঘণ্টা লাগতে পারে। বিলে ইঞ্জিনচালিত নৌকা অথবা ডিঙ্গিতে করে ঘুরতে পারেন। সারাদিনের জন্য ভাড়া করা যায়। ইঞ্জিনচালিত নৌকা নিজেরাই চালিয়ে ঘুরতে পারেন। বিকালে এই শাপলা বিলে অপূর্ব দৃশ্য তৈরি হয়। এছাড়া নদীর পাশে ‘ভাওয়াল পরগণা’ (শ্মশান ঘাট বা শ্মশান বাড়ি) আছে। চাইলে শ্মশান বাড়িটি দেখে আসতে পারেন।
