×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২০-০৬-১৯, সময় - ১৫:৩০:০০একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু ভারতীয় বিমানবাহিনীর এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী আর নেই। বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
ভারতের ত্রিপুরা রাজ্যের এই বীর সন্তান ১৯৭১ সালে চট্টগ্রামে পাক হানাদার বাহিনীর ওপর হামলা চালিয়ে তাদের আত্মসমর্পণে বিশেষ ভূমিকা রেখেছিলেন।
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার (শিবপ্রসাদ চক্রবর্তী) মৃত্যু নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন- ‘ভারতীয় বিমানবাহিনীর সাবেক এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী (৯০) আজ পরলোক গমন করেছেন। একাত্তরের ভারত-পাকিস্তান যুদ্ধ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। রাজ্যের এই কৃতীসন্তানের মৃত্যুতে আমি শোকাহত। আমি তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
