×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-০৬-০৩, সময় - ১৫:২৩:০৯

সরকার নতুন করে দেশে আরো ১২৫৬ জনকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেছে। আজ বুধবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করে। এ নিয়ে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হল ২ লাখ ৩৫ হাজার ২৫৬ জন। মুক্তিযোদ্ধা কাউন্সিল ১৩৭৪ জনের নাম সুপারিশ করলেও মন্ত্রণালয় প্রয়োজনীয় তথ্য প্রমাণ না থাকায় বাকিদের গেজেট জারি স্হগিত রেখেছে।

এবারের গেজেটে একজন শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তভুক্ত করা হেয়েছে। নতুন মুক্তিযোদ্ধার সবাই বেসামিরক। এবার ঢাকা বিভাগ থেকে ৩৯০ জন, রাজশাহী থেকে ১৯১ জন, বরিশালের ১০৬ জন, রংপুরের ৮১ জন, সি্লেটের ১৫১ জন, ময়মনসিংহের ৪৮ জন, চট্টগ্রামের ২৮৮ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...