×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২০-০৫-২৮, সময় - ০৯:৫১:৪৪বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববদ্যিালয়ের আরটি-পিসিআর পরীক্ষাও করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর আগে গত ২৪শে মে গণসাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে তাকে পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাতে তার দেহে করোনা সংক্রমণের পজিটিভ ফলাফল পাওয়া যায়।
জানা যায়, গণস্বাস্থ কেন্দ্রের বৈজ্ঞানিকদের কিট দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট আসার পর তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গতকাল ২৬শে মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সেম্পল সংগ্রহ করা হয়। আজ বিএসএমএমইউ ওই রিপোর্ট দেয়। তাতেও তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
