×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-১৭, সময় - ০৪:১৬:৪৯

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। পানির তোড়ে প্রায় নিশ্চিহ্ন বুনের এলাকার বেশন্ত্রী গ্রাম। যেখানে মৃতের সংখ্যা এতোটাই বেশি যে, দাফনে শামিল হওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে পাকিস্তানের বিভিন্ন এলাকার উদ্ধারকারী দল।

সেখানকার পাহাড়ি ঢল তেড়েফুড়ে ছুটছে লোকালয়ের দিকে। সামনে যা পাচ্ছে তাই খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। পানির ভয়াবহ রূপ আতঙ্ক ছড়াচ্ছে চারদিকে। মেঘ বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বহু অঞ্চলে তৈরি হয়েছে এমন ভয়াবহ পরিস্থিতি।

বন্যায় এ পর্যন্ত ৩শ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ শতাধিক পুরুষ। শিশু ও নারীর সংখ্যাও শতাধিক। বন্যায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বেশন্ত্রী গ্রাম। পরিস্থিতি এতোটাই খারাপ মৃতদের দাফনে শামিল হওয়ার মতো মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না।

অবস্থা এতোটাই খারাপ হয়েছে যে, এক বাড়িতে একসাথে ১৭ জন মানুষ মারা গেছে। ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জন এখনও নিখোঁজ। আরেক পরিবারের একসাথে ৮ সদস্য মারা গেছে। অনেক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছেনা।

বন্যায় প্রায় বিলীন হয়ে গেছে খাইবার পাখতুনখোয়ার সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহরা, শাংলাসহ বহু অঞ্চলের অন্তত ৭৪ বসতবাড়ি। এর মাঝে ৬৩ টি আংশিক একং ১১টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...