×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৮, সময় - ০৮:৪২:২৭২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বেশ কয়েকটি মডেলের অ্যানড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল প্রচলিত এইসবকটি অ্যাপ। সোশ্যাল মিডিয়া ছাড়া সারাদিন ভাবতেই পারেন না অনেকে। কিন্তু নতুন বছর থেকেই দু:সংবাদ। কিন্তু হঠাত্ এই স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই কেন হতে চলেছে এই অবস্থা? বিপুল সংখ্যক ব্যবহারকারীর বিপদ বাড়তে চলেছে।
মেটার এই মেসেজিং প্ল্যাটফর্মগুলো ৩১ ডিসেম্বর পর থেকেই কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট স্মার্টফোনগুলোতে। বেশিরভাগ পুরানো অ্যানড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এইসমস্ত স্মার্টফোনগুলো ১০ বছর আগে লঞ্চ হয়েছিল।
হোয়াটসঅ্যাপ ২০১৩ সালে চালু হওয়া অ্যানড্রয়েড কিটক্যাট এবং তার আগের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমগুলোর জন্য সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অপারেটিং সিস্টেমসহ স্মার্টফোনগুলোতে কাজ করবে।
