×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-১৮, সময় - ১৫:২১:১৫
বিখ্যাত ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান  ল্যান্ড রোভার তাদের ‘ক্লাসিক ডিফেন্ডার ভি৮’ সিরিজে নতুনত্ব এনেছে। এবার এই রেট্রো মডেলের গাড়িটিতে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ পারফরম্যান্স  এসইউভি ‘ডিফেন্ডার অক্টা’-এর ধাঁচে নতুন রং ও ইন্টেরিয়র যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ক্লাসিক নকশার সঙ্গে আধুনিকতার এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছে ল্যান্ড রোভার ক্লাসিক।

নতুন এই আপডেটের ফলে গ্রাহকেরা এখন ক্লাসিক ডিফেন্ডার ভি৮ সাজানোর ক্ষেত্রে আরও বেশি নিজের মতো করে পরিবর্তনের সুযোগ পাবেন। গাড়িটির বাইরের অংশে ব্যবহারের জন্য পাঁচটি নতুন রঙের বিকল্প আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পেট্রা কপার, ফ্যারো গ্রিন, সারগাসো ব্লু, নারভিক ব্ল্যাক ও প্যাটাগোনিয়া হোয়াইট। এর আগে কেবল ধূসর রঙের বিকল্প ছিল। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রতিটি গাড়ি নিখুঁতভাবে রঙ করতে প্রায় ৩০০ ঘণ্টা সময় ব্যয় করা হয়। গ্রাহকেরা তাদের পছন্দ অনুযায়ী গ্লসি বা সাটিন ফিনিশ বেছে নিতে পারবেন। এটি অনেকটা আধুনিক অক্টা মডেলের প্রটেকটিভ ফিল্মের মতোই দেখতে হবে।

গাড়ির ভেতরেও এসেছে আধুনিকতার ছোঁয়া। প্রথমবারের মতো রেট্রো ডিফেন্ডারে ‘আল্ট্রাফ্যাব্রিক্স পিইউ’ আপহোলস্ট্রি ব্যবহারের সুযোগ থাকছে। এটি খাকি গ্রিন, লুনার ও লাইট ক্লাউড রঙে পাওয়া যাবে। এ ছাড়া সেমি-অ্যানিলিন বার্নট সিয়েনা ও ইবনি লেদারও বেছে নেওয়া যেতে পারে। আরামদায়ক ভ্রমণের জন্য কেবিনে হিটেড স্পোর্টস সিট ও মানানসই রঙের ট্রিম যুক্ত করা হয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে ‘অক্টা’ মডেল থেকে অনুপ্রাণিত হয়ে গ্লস-ব্ল্যাক রেডিয়েটর গ্রিল ব্যবহার করা হয়েছে, যা ইঞ্জিনের শীতলীকরণ ব্যবস্থা উন্নত করবে। ক্লাসিক ডিফেন্ডার ভি৮ মডেলে আগের শক্তিশালী ৫.০ লিটারের ভি৮ পেট্রোল ইঞ্জিন থাকছে, যা ৪০৫ হর্সপাওয়ার শক্তি উৎপাদনে সক্ষম। এর সঙ্গে যুক্ত রয়েছে জেডএফ আট-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। আধুনিক মানদণ্ড মেনে এর সাসপেনশন, স্টিয়ারিং ও ব্রেকিং সিস্টেমও উন্নত করা হয়েছে। গ্রাহকরা চাইলে ইনফোটেইনমেন্ট সিস্টেম ও চাকার ডিজাইনেও পরিবর্তন আনতে পারেন।

মূলত ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে তৈরি হওয়া পুরোনো গাড়ি বা ‘ডোনার মডেল’ ব্যবহার করে এই বিশেষ সংস্করণগুলো তৈরি করা হয়। ল্যান্ড রোভারের ক্লাসিক ওয়ার্কস টিম প্রতিটি গাড়ি গ্রাহকের চাহিদা অনুযায়ী অত্যন্ত যত্নসহকারে হাতে তৈরি করে থাকে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...