×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০১৯-১২-০৩, সময় - ১৬:১১:৪৫

স্পোর্টস ভিশন এর চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান (মার্চেন্ট নেভী ক্যাপ্টেন) বিনা প্রতিদ্বন্দ্বীতায় গুলশান ক্লাবের প্রেসিডন্ট নির্বাচিত হয়েছেন। মাল্টিনিউজটোয়েন্টিফোর.কম কে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার এবং মিডিয়া ব্যক্তিত্ব ড. অনুপম হোসেন সাইফুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

সাইফুর রহমান নেট ওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ক্লাবের পরিচালনা পরিষদের আরও দশজন নির্বাচিত সদস্য হলেন- আহমেদ কবির, ওয়াসিম নবী, মির্জা খোরশেদ আলম (দুলাল), ইঞ্জিনিয়ার এমকেএম কামাল উদ্দিন, মুসাউর রহমান খান, রফিকুল আলম (হেলাল), সৈয়দ রায়হান হাসান আলি, মিসেস তাহমিনা রেহমান, তারেক রহমান এবং জাকী ইব্রাহিম ।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...