×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২১-০৯-২৭, সময় - ০৪:৪৫:৩১আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণটিকদান কর্মসূচিকে বাস্তবায়নে সব কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
আজ সোমবার বিকেল ৪টায় ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা জানিয়েছেন।
খুরশীদ আলম এ বিষয়ে বলেন, আগামীকাল যে ম্যাস ভ্যাকসিনেশন হবে, সারা দেশে কোভিড-১৯ এই ক্যাম্পেইনে আমরা শুধু প্রথম ডোজের টিকা দেবো এবং একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা দেবো। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৯টায়। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকাদান চলমান থাকবে। শেষ টিকা প্রদানের পর আমাদের টিম এক ঘণ্টা অবস্থান করবে।
স্থানীয়ভাবে টিকাদানের সময় পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোনোভাবেই আমাদের ইপিআই সেশনের টিকা দেওয়া বন্ধ রাখা যাবে না।
