×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৯-১৯, সময় - ০৫:০৬:৫৬

আফগানিস্তানের রাজধানী কাবুল ও জালালাবাদ শহরের রাজধানী নানগরহারে পৃথক তিনটি বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭ জন। এই ঘটনায় আহত হয়েছে ৩০ জনের বেশি। শনিবার ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে এই ঘটনাকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের ওপর বড় ধরনের হামলা বলে উল্লেখ করা হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, তিনটি হামলার মধ্যে একটি হামলা সরাসরি তালেবানের টহল গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও আইএস (আফগানিস্তান শাখা) এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালেবানের এক কর্মকর্তা এএফপিকে বলেন, টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে এই হামলা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে।

নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদ। প্রদেশটি আইএস আফগানিস্তান শাখা জঙ্গিদের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

গত মাসে কাবুল থেকে সেনা প্রত্যাহারের শেষ মুহূর্তে বিমানবন্দরের কাছে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হয়। এর দায় স্বীকার করে আইএস খোরাসান শাখা। মার্কিন সেনা প্রত্যাহারের পর এই ঘটনা ছাড়া দেশটিতে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

You might also like

Comments are closed.

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...