×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২১-০৯-০১, সময় - ০৮:৫১:৪০টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে গেলেন তামিম ইকবাল। স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। বিষয়টি নিয়ে বোর্ডের সভাপতির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপরেই ফেসবুকে এসে কেন খেলতে চাইছেন না সেটা স্পষ্ট করেন।
বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এসে এমন ঘোষণা দেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’
তামিম বলেন, আমি বেশকিছুদিন ধরে খেলছি না। এছাড়া আমার ইনজুরি। যদিও আমি মনে করি না ইনজুরি বিষয় কেননা বিশ্বকাপের আগেই ইনজুরি ঠিক হয়ে যাবে। বেসিকেলি যেটা আসল, যেটার কারণে মনে হচ্ছে এই সিদ্ধান্ত আমি নিয়েছি, সেটা হচ্ছে, লাস্ট ১৫-১৬ টা টি টোয়েন্টি আমি খেলি নাই। তাই এইসময় নতুন যারা ভালো খেলেছে আমি মনে করি তাদের খেলা দরকার। এই সময় আমার খেলাটা ফেয়ার হবে না বলে আমি মনে করি।
