×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৮-৩১, সময় - ০৬:৩৮:৪১

আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটলো। দেশে ফিরে গেল মার্কিন সেনারা। আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে আমাদের সামরিক অবস্থানের সমাপ্তি ঘটলো। গত ১৭ দিনে আকাশপথে সবচেয়ে বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেছেন, মার্কিন বাহিনী এক লাখ ২০ হাজারের বেশ মার্কিন নাগরিক, সহকারী দেশের নাগরিক ও যুক্তরাষ্ট্রের আফগান সহকারীদের উদ্ধার করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সংখ্যা সবচেয়ে বেশি। মার্কিন বাহিনী অসম্ভব সাহসিকতা, দৃঢ়তা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

পূর্ব ঘোষণা অনুসারে ৩১ আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র৷

সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...