×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৮-২৫, সময় - ১১:০০:৪৪

স‌ম্মি‌লিত সাম‌রিক হাসপাতা‌লে চি‌কিৎসাধীন বি‌রোধীদলীয় নেতা রওশন এরশা‌দের শারীরিক অবস্থার উন্ন‌তি হওয়ায় তাকে নি‌বিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আই‌সিইউ) থে‌কে কে‌বি‌নে স্থানান্তর করা হ‌য়ে‌ছে।

আজ বুধবার তার সহকারী একান্ত স‌চিব মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জা‌নান।

এর আগে গত ১৪ আগস্ট ফুসফু‌সের সমস্যা নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হন রওশন এরশাদ। অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে ১৬ আগস্ট আই‌সিইউ‌তে নেওয়া হয়। স্বাভা‌বিক প্রক্রিয়ায় ফুসফুস থে‌কে কার্বন ডাই অক্সাইড নির্গমণ কর‌তে পার‌ছি‌লেন না রওশন এরশাদ।

রওশন এরশাদের ছে‌লে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি তার মা‌য়ের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...