×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৮-২৪, সময় - ০৯:৫৪:২৫

কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪জন রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার বিভিন্ন ভাড়াঘর থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে। স্থানীয়দের মধ্যে যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন তাদের ব্যপারেও খতিয়ে দেখা হবে। আটক রোহিঙ্গাদের কাছ থেকে ৩৬টি মুঠোফোন জব্দ করা হয়।

এর আগে, ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১জন রোহিঙ্গাকে আটক করেছিলো বোয়ালখালী থানা পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ে লেবু বাগানের মালিকরা স্বল্প মজুরিতে এ রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে শ্রমিক হিসাবে কাজ করিয়ে আসছে। কিন্তু তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে। কড়ল ডেঙ্গায় রোহিঙ্গাদের থাকার জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...