×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২১-০৮-১৯, সময় - ০৫:০৩:৪৭আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৭২৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৪২৯টি
নমুনা সংগ্রহ এবং ৩৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৫
লাখ ৫৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে একদিনে করোনায় আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৭৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৫৩ জন এবং এখন পর্যন্ত ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন সুস্থ হয়ে উঠেছেন।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।
