×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২১-০৮-০৯, সময় - ০৯:৫৩:২০মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। বাংলা চলচ্চিত্রের এই নায়িকাকে নিয়ে গান গাইলেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।
গত শনিবার নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়। গানটি ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
পরীমনিকে নিয়ে গাওয়া গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একইদিন রাতে প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়। পরে বনানী থানায় পরীমণি ও রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়।
রাজধানীর বারিধারা এলাকা থেকে মাদকদ্রব্যসহ ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে গত ১ আগস্ট মধ্যরাতে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
