×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৭-১৫, সময় - ০৬:২১:৩৭

লকডাউন শিথিলের সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে কঠোর বিধিনিষেধ আরও ১৪ দিন বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে কোরবানির পশুর হাট বন্ধ রেখে, প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়।

সোমবার রাতে হওয়া জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত জানানো হয়েছে বুধবার। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪১তম সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

এর আগে জাতীয় কারিগরি এই কমিটির সুপারিশের পর সরকার ১ এপ্রিল থেকে কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার বিধিনিষেধ আরোপ করেছিল। ঈদের আগে বৃহস্পতিবার থেকে ২২ জুলাই পর্যন্ত সর্বাত্মক এই লকডাউন এক সপ্তাহ শিথিল করে সরকার। সরকারি ঘোষণার দুদিন পর কমিটি তাদের পরামর্শ জানাল।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...