×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৭-০২, সময় - ০৪:০১:৫৮

ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগা খান মিন্টু ও আবুল হাসেম খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে দুজনকে শপথ পড়ান। পরে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকা-১৪ আসরে সংসদ সদস্য আসলামুল হক এবং কুমিল্লা-৫ আসনের আবদুল মতিন খসরুর মৃত্যুর পর আসন দুটি শূন্য হলে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...